Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সর্বনাশা আগুনে ছাই’ মাথা গোঁজার একমাত্র ঠাঁই


১৪ নভেম্বর ২০২০ ২২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: জেলার লোহাগড়ায় দুই পরিবারের বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ তিন লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা মধ্যপাড়া গ্রামের মিরাজ শেখ এবং মনির শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মনির শেখ বলেন, ‘আমরা দুইটি ভাই কোনোভাবে পরের জমি চাষ করে সংসার চালাই। আমাদের দুইটি ঘর ছাড়া আর কিছুই নেই। একমাত্র মাথা গোঁজার যেটুকু আশ্রয় ছিল তাও সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) আছরের নামাজের পর রান্না শেষে মনির শেখের পরিবার প্রতিবেশির বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়। এসময় জানতে পারে তাদের বসত ঘরে আগুন লেগেছে। তাৎক্ষণিক এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুইটি ঘর এবং ঘরে থাকা নগদ টাকা, চাল, ধান, ব্যবহৃত পোশাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রতিবেশি কিবরিয়া, লিলি বেগম, এবং লিটু শেখ বলেন, ‘মুহূর্তের আগুনে দুই ভাইয়ের বসত ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের এখন গাছতলায় থাকা ছাড়া কোনো পথ নেই। আমাদের প্রত্যাশা সরকার অতিদ্রুত পরিবার দুইটিকে পুনর্বাসন করবে।’

পুড়ে ছাই বসতঘর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর