করোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৩৭
১৫ নভেম্বর ২০২০ ১৭:০৩
ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৬ হাজার ১৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৩৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৬টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩টি। এই সময়ে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০টি। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক শূন্য ১ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং চারজন নারী। ২৪ ঘণ্টায় ২১ জনই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত ৪ হাজার ৭৬৮ জন পুরুষ এবং এক হাজার ৪২৬ জন নারী মৃত্যুবরণ করেছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১৪ জন।