পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে
১৫ নভেম্বর ২০২০ ১৭:০১
ঢাকা: পুঁজিবাজারের লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ২০৮ কোটি টাকা ৬৬ লাখ টাকা বেশি। এর আগে গত ২৮ অক্টোবর ডিএসইতে ১ হাজার ১১২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিনের পর পরপর টানা ১১ কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার কম লেনদেন হয়। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।
এদিকে রোববার ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের ৫১ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৪০৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং ৮৪টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৩টি প্রতিষ্ঠানের ১ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ৫০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং ৬০টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৪৬ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার বেচাকেনা হয়।