এএসপি আনিসুল হত্যা: মাইন্ড এইডের পরিচালক ফাতেমা রিমান্ডে
১৫ নভেম্বর ২০২০ ১৯:৫৭
ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মো. ফারুক মোল্লা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষ শুনানি করে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে, আসামি ফাতেমা খাতুনকে গ্রেফতার পর গত ১২ নভেম্বর আদাবর থানায় আনা হয়। তিনি আগে থেকে হৃদরোগে আক্রান্ত। থানা হেফাজতে থাকাকালীন ১৩ নভেম্বর দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। এদিন চিকিৎসা শেষে আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলায় গ্রেফতার হাসপাতালের আরেক পরিচালক নিয়াজ মোর্শেদও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এএসপি আনিসুল করিম পিটিয়ে হত্যা ফাতেমা খাতুন মাইন্ড এইড রিমান্ড আবেদন