Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি


১৬ নভেম্বর ২০২০ ০৯:৪৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা-বাবার মধ্য থেকে সানজিদা নামের ১৭ দিন বয়সী এক কন্যাশিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সারাবাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ওসি বলেন, রাত ৩টা থেকেই ঘটনাস্থলে শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, চুরি হওয়া শিশুটির বাবা সুজন খান বলেন, রাত ১টার দিকে তিনি জেগে দেখেন মেয়ে বিছানায় নেই।

পাশাপাশি, শিশুটির মা শান্তা আক্তার বলেন, রাত ১১টার দিকে তিনি মেয়েকে বিছানায় শুইয়ে তার আঁচল শিশুটির শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে জেগে দেখেন মেয়ে নেই। বালিশটি খাটের নিচে পড়ে আছে। আর ঘরের দরজাগুলো খোলা।

বিজ্ঞাপন

টপ নিউজ বাগেরহাট মোরেলগঞ্জ শিশুচুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর