Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়া থেকে আরও ২০ হাজার শরণার্থী সুদানে


১৬ নভেম্বর ২০২০ ১০:৩৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১২:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ার সংঘর্ষপ্রবণ উত্তরাঞ্চল থেকে আরও অন্তত ২০ হাজার শরণার্থী পালিয়ে সুদানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন (ইউএনএইচসিআর)। খবর রয়টার্স।

ইউএনএইচসিআর’র প্রতিবেদনে জানানো হয়েছে ইথিওপিয়ার হামদায়াত সীমান্ত দিয়ে সাড়ে ১২ হাজার এবং দক্ষিণাঞ্চলীয় আল-লুকদি সীমান্ত দিয়ে সাড়ে সাত হাজার ইথিওপিয়ান সুদানে পালিয়ে গেছে।

এদিকে, সুদানে কর্মরত শরণার্থী কমিশনের প্রধানের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত সুদানে আশ্রয় নেওয়া ইথিওপিয়ান শরণার্থীর সংখ্যা ২৫ হাজারে পৌঁছেছে।

অন্যদিকে, ইথিওপিয়ার সংঘর্ষপ্রবণ অঞ্চল থেকে জীবন নিয়ে পালিয়ে আসা শরণার্থীদের যথাসাধ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ এবং স্থানীয় সেবাদানকারী কর্তৃপক্ষ – প্রতিবেদনে এমন চিত্রের কথা উল্লেখ করেছে রয়টার্স।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী টাইগ্রে অঞ্চলটিতে ২০১৮ সাল থেকেই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরই অশান্ত হয়ে ওঠে অঞ্চলটি। গত সপ্তাহে নৃতাত্ত্বিক টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে ইথিওপিয়ার সেনাবাহিনী। সামরিক ঘাঁটিতে হামলার জেরে এই অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

২০ হাজার শরণার্থী ইউএনএইচসিআর ইথিওপিয়া সুদান

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর