Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লবণের ট্রাকে সাড়ে ৩০ হাজার পিস ইয়াবা, চালক-সহকারী গ্রেফতার


১৬ নভেম্বর ২০২০ ১৬:৪২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে লবণের ট্রাকে তল্লাশি করে ৩০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার।

গ্রেফতার দুজন হলেন ট্রাকের চালক শহীদুল ইসলাম (৪৪) ও সহকারী আরমান আলী (২২)।

আলী আশরাফ ‍তুষার সারাবাংলাকে বলেন, ‘কক্সবাজার থেকে লবণ বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে থামানো হয়। তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। এ সময় চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

ইয়াবা ইয়াবা জব্দ লবণের ট্রাক