Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ


১৬ নভেম্বর ২০২০ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: সাংবাদিক নির্যাতনের ঘটনায় মেহেরপুরের সাংবাদিকরা ৭ দিনের প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে। সোমবার (১৬ নভেম্বর) প্রথমদিনে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে মৌনমিছিল নিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকরা সমাবেশ ও পথসভা করে। জেলার তিন উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদকর্মী এই কর্মসূচীতে অংশ নেয়।

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলামীন হোসেনসহ সাংবাদিক নের্তৃবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রবিবার ৮ নভেম্বর দুইজন সাংবাদিক অফিসে গেলে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল কাদের তাদের একটি কক্ষে আটকিয়ে মারধর করে ক্যামেরা ভাংচুর করে। এই ঘটনার বিচার চেয়ে গত ৮ দিনেও কোন প্রতিকার না পাওয়ায় সাংবাদিকরা ৭ দিনের এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে।
আগামীকাল মৌন মিছিল করবেন তারা।

মেহেরপুর সাংবাদিক নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর