Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকে ছিল না সিসি ক্যামেরা, ডাকাতির ঘটনায় আটক ৩


১৬ নভেম্বর ২০২০ ১৮:১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সোনালী ব্যাংক উথলী শাখায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ৩ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ‘ব্যাংকে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। বর্তমান যুগে এটা ভাবাই যায় না।’

সোমবার (১৬ নভেম্বর) ভোরে সন্দেহভাজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের রহমানের ছেলে জনি (২৫), দেলবারের ছেলে কালু (২৮) এবং হাসমত আলীর ছেলে হৃদয় (২৮)।

বিজ্ঞাপন

সকাল থেকে ডাকাতির ঘটনার ক্লু উদ্ধারে সাদা পোশাকে র‌্যাব, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সোনালী ব্যাংক উথলী শাখায় ডাকাতি হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।’

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ডাকাতি, ৯ লাখ টাকা নিয়ে গেছে তিন যুবক

পুলিশি ঝামেলা এড়াতে ওই ব্যাংকের গ্রাহকরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের উথলী শাখায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এছাড়া ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা দুই জন নিরাপত্তা প্রহরীর হাতে একটা লাঠি পর্যন্তও ছিলো না।’

এদিকে, ডাকাতি ঘটনার পর খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থল সোনালী ব্যাংকের উথলী শাখা পরিদর্শনে এসে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, ‘ব্যাংক চালানোর জন্য এ ভবন মোটেও উপযুক্ত নয়। এতে ব্যাংক কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে। ব্যাংকে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। বর্তমান যুগে এটা ভাবা যায় না।’

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ ডাকাতি সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর