চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ
১৬ নভেম্বর ২০২০ ১৮:২৬
চট্টগ্রাম ব্যুরো: চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাদেক হোসেন টিপু বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের নেতা বলে জানা যায়।
ভুক্তভোগী ঠিকাদার মো. হেলাল বলেন, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পূর্বদিকে লাল পাহাড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১২ জন শিক্ষকের নির্মাণাধীন ৮তলা ভবনের কাজ দেড় বছর আগে শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে সাদেক হোসেন টিপু। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করছে। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বও নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নাম ব্যবহার করে সে এখনও ক্যাম্পাসে অবস্থান করছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাদেক হোসেন টিপু বলেন, ‘ওইরকম কিছু হয়নি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এখন প্রক্টর অফিস থেকে ফিরছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী ঠিকাদার ইতিমধ্যে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।’