চাকরিতে পুনর্বহালের দাবিতে শহীদ মিনারে জিপিইইউর আলোর মিছিল
১৬ নভেম্বর ২০২০ ২২:৫৭
ঢাকা: গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) সাধারণ সম্পাদক মিয়া মাসুদ এবং প্রতিষ্ঠানটির ১৮০ জন কর্মীকে চাকরিতে পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ কর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রামীণফোনের সাধারণ কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে জিপিইইউ’র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ স্বপদে পুনর্বহাল এবং রিজিওনাল অপারেশন ও গ্রামীণফোন গ্রাহক সেবা কেন্দ্রের ১৮০ জনকে তাদের কাজে ফিরিয়ে নিবেন ততক্ষণ আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।’ এসময় তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
ঢাকা ছাড়াও একই সময়ে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় শহর সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে জিপিইইউ সার্কেল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রামীণফোনের সাধারণ কর্মীরা অংশ নেন।