Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখায় টিলা কাটায় ২ ব্যাক্তিকে ৩ লাখ টাকা জরিমানা


১৬ নভেম্বর ২০২০ ২৩:৪৯

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানের সময় ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান সারাবাংলাকে বলেন, ‘টিলা কাটার দায়ে আজ দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাহাড়-টিলা কাটা বন্ধে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

অর্থদণ্ড জরিমানা টিলা কাটা ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর