সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন
১৭ নভেম্বর ২০২০ ১২:৩৬
সিলেট: জেলার কুমারগাঁও ১৩২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে আগুন লাগে।
সিলেটের বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ খবর নিশ্চিত করা হয়।
বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কি কারণে কেন আগুন লেগেছে খতিয়ে দেখার জন্য বিদ্যুৎ বিভাগের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে রয়েছেন।
টিমের সদস্যরা জানিয়েছে, আগুনে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ট্রান্সফর্মার পুড়ে গেছে। ফলে সিলেটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
কুমারগাঁও ১৩২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ আগুন