Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষ গ্রহণ মামলায় বীমা উন্নয়ন কর্মকর্তার সাজা


১৭ নভেম্বর ২০২০ ১৫:৩৫

ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) জুনিয়ার অফিসার (বরখাস্ত) মোহাম্মদ আব্দুল মোতালেবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুলাই  আসামি মোহাম্মদ আব্দুল মোতালেবের নেতৃত্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি টিম রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বিজয়নগর শাখা পরিদর্শনকালে কিছু অনিয়ম খুঁজে পান। এ সময় তিনি রিলায়েন্সের শাখা ব্যবস্থাপক মহসিন হোসেনের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানানো হলে পরিকল্পনামতে ৫ আগষ্ট হোটেল পূর্বাণীর নির্ধারিত স্থানে ঘুষের টাকা নিয়ে আসেন মহসিন হোসেন। সেখানে হাতেনাতে ঘুষসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দুদক সহকারী পরিচালক ফজলুল হক ওইদিনই বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

২০১৪ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত শেষে  আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আব্দুল কাদের ভূঁইঞা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা বীমা উন্নয়ন কর্মকর্তা

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর