Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার


১৭ নভেম্বর ২০২০ ২০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতিকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করে।

ইফতি উপজেলার তালোড়া পৌর এলাকার তালোড়া চৌধুরীপাড়া মহল্লার ইউনুস চৌধুরীর ছেলে।

থানায় মামলা সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষার্থীর বাবা একজন ভ্যানচালক। তার মা একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা স্বামী-স্ত্রী উভয়ই বাড়িতে না থাকায় তাদের মেয়ে ইফতির বাড়িতে খাওয়াদাওয়া ও খেলাধুলা করতো। গত ৩০অক্টোবর দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে ইফতির বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ইফতি। বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতিও দেখিয়েছে। মামলা দায়েরের পরপরই ঘটনাস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) কেএইচএম এরশাদ।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সোমবার রাতেই আসামি ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ