তিন মাস পর উপাচার্য পেল শেকৃবি, দায়িত্বে ড. শহীদুর রশীদ ভুঁইয়া
১৭ নভেম্বর ২০২০ ২১:৪৪
ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে আগামি চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত অধ্যাদেশে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে শেৱেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভুঁইয়াকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।’
গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য ড. মো. কামাল উদ্দিন আহাম্মদের মেয়াদ শেষ হয়। দীর্ঘ তিন মাস অপেক্ষার পরে শেকৃবি পুনরায় অভিভাবক পেয়েছে।
প্রায় ২০০ টির মতো বিজ্ঞান নিবন্ধ প্রকাশ পাওয়া অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভুঁইয়া ১৯৮৩ সাল থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের বর্তমান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।