Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর ভাস্কর্যকে স্যালুট দিয়ে থাকুন, নয়তো পাকিস্তানে যান’


১৭ নভেম্বর ২০২০ ২১:৪৩

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা-সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। এছাড়া ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগও পৃথকভাবে মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মো. ইউনুছ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। বাঙালির লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন বঙ্গবন্ধুর। এই দেশ শেখ মুজিবের দেশ, তিনি বাঙালির জাতির পিতা। এই দেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বঙ্গবন্ধুর প্রতি কোনো ধরনের অবমাননা সহ্য করবে না।’

বিজ্ঞাপন

প্রয়াত রাজনীতিক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহযোদ্ধা ইউনূছ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও মৌলবাদী গোষ্ঠী, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা লেজ নাড়ছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার দুঃসাহস দেখাচ্ছে। আমি তাদের সাবধান করে দিতে চাই, বঙ্গবন্ধুর বাংলায় থাকতে হলে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে স্যালুট দিয়ে থাকতে হবে, না হয় পাকিস্তানে চলে যেতে পারেন। চরমোনাইয়ের ঘাড়টা একটু বেশি মোটা, তাই সবখানে ধর্ম টেনে আনে। সব জায়গায় ধর্ম টেনে আনলে ঘাড় মটকে দিতে হবে।’

গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সংগঠক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, ‘আপসকামী আর সহনশীল মনোভাবের কারণে ধর্মান্ধ গোষ্ঠী জাতির জনকের ভাস্কর্য অপসারণের দাবি তোলার মতো স্পর্ধা দেখাচ্ছে। স্বাধীনতাবিরোধী, মৌলবাদীদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে হুমকি দিয়েছে, এটা ভয়ঙ্কর। এটার প্রতিবাদ না করলে অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমাদের অস্তিত্ব একদিন বিপন্ন হবে। মৌলবাদীরা লালনের ভাস্কর্য ভেঙ্গেছে। তাদের চাপে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি ভাঙছে তারা। মৌলবাদীদের আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবেনা।’

তিনি বলেন, ‘আমি সরকার এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি- এই ধর্মান্ধ গোষ্ঠীকে কোনো সহনশীলতা দেখানো যাবে না। তাদের সঙ্গে আর আপস নয়। না হলে এরা একদিন আমাদের সকল জাতীয় অর্জন, ইতিহাস-ঐতিহ্য, স্থাপনার ওপর আঘাত হানবে। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে। গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় নিতে হবে। দেশ থেকে বিতাড়িত করতে হবে।’

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ‍নুরুল আজিম রনি জাতির জনককে নিয়ে ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্যের পরও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে না নামায় দুঃখ ও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা হয়, যখন জাতির জনকের ভাস্কর্য ভাঙার হুমকি আসে, তখন বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন স্বত্ত্বা। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুও থাকবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করবে, তাদের আমরা দাঁতভাঙা জবাব দেব।’

চট্টগ্রামের পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আহ্বান জানিয়ে রনি বলেন, ‘দু’জন মাওলানা বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করেন। তাদের একজন চারদলীয় জোটের শরিক একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। তাদের বক্তব্যের প্রতিবাদ করায় একদল উগ্রপন্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুমকি দিচ্ছে। উগ্রপন্থীদের উদ্দেশে বলতে চাই- এটা চট্টগ্রামের মাটি। এখান থেকে উগ্রবাদ ছড়ালে জিহ্বা মাটিতে পুঁতে ফেলা হবে।’

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন ও আনোয়ার পলাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সাবেক সাধারণ সম্পাদক ‍শুকলাল দাশ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, আবু সাঈদ সুমন, হোসেন আহমদ রুবেল, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াছিন আরফাত কচি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম।

এদিকে মঙ্গলবার দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে কলেজের প্রধান ফটকের সামনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ মানববন্ধন করে।

মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে যারা অবমাননাকর বক্তব্য দিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগ মাঠে নেমেছে। ক্ষমা না চাইলে ছাত্রলীগ তাদের গণদুশমন ঘোষণা করে প্রতিহত করতে বাধ্য হবে। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে দেওয়ার চক্রান্ত করছে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী। তাদের সাবধান করে দিচ্ছি। বঙ্গবন্ধু সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য জাতি সহ্য করবে না।’

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা এম হাসান আলী, সাইদুর রহমান শাকিল, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন, ইমাম উদ্দিন নয়ন, ফয়সাল আহমেদ, মো. সালাউদ্দিন, সালাউদ্দিন বাবু, কাজী মাহমুদুল হাসান রনি, ওয়াহিদুল আলম, নুর নবী সাহেদ, রাকিব হায়দার, জুয়েল সিদ্দিক, ইমাম হোসেন ইমন, আব্দুল হাকিম ফয়সাল, জন বড়ুয়া, অর্পন চক্রবর্তী।

বঙ্গবন্ধু ভাস্কর্য স্যালুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর