Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর বাসায় বেড়াতে এসে যুবক খুন


১৮ নভেম্বর ২০২০ ১২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে রাস্তার পাশ থেকে তুর্কি মুন্না (১৯) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে তার বন্ধুর বাসায় বেড়াতে এসেছিল।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শাহআলী থানা পুলিশ নিউ সি ব্লকের রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়। সে গ্রামে পড়ালেখা করে। মঙ্গলবার সে গ্রাম থেকে ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনের নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতের বাসায় আসে। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন থাকে না।

বিজ্ঞাপন

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ডেসকো অফিসের পাশের রাস্তায় থেকে মুন্নার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাতে খুন করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে।

মিরপুর যুবক খুন রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর