Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীর মিলগেইটে আগুনে পুড়ল তুলার কারখানা


১৮ নভেম্বর ২০২০ ১২:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর চাঁচটার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তুলা তৈরির মেশিনে বৈদ্যুতিক কারণে প্রথমে আগুন লাগে। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

মো. ইকবাল হাসান জানান, আগুনে তুলা তৈরির মেশিন, ঝুট ও তুলাসহ অন্যান্য মালপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুন টঙ্গী তুলার কারখানা