Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে বাহরাইনের ১ম প্রতিনিধি দল


১৮ নভেম্বর ২০২০ ১৬:৩৭

ইতিহাসে প্রথমবারের মতো বাহরাইনের একটি সরকারি প্রতিনিধি দল ইসরায়েল পৌঁছেছে। গালফ এয়ারের একটি ফ্লাইটও এই প্রথমবারের মতো তেল আবিবে অবতরণ করেছে। খবর রয়টার্স।

বুধবার (১৮ নভেম্বর) ইসরায়েলে পৌঁছানো বাহরাইনের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি।

এদিকে, ইসরায়েল সফরকালে বাহরাইনের পুররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে জেরুজালেমে বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কন্নোয়ন চুক্তিতে সই করেছিল বাহরাইন।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির আর্মি রেডিওকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে – সেপ্টেম্বরের ওই চুক্তির অংশ হিসেবেই বাহরাইনের সরকারি প্রতিনিধি দল ইসরায়েল সফরে এসেছে।

অচিরেই দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল, ভিসা সুবিধা এবং দূতাবাস খোলার বিষয়গুলোর সুরাহা হবে বলে জানিয়েছেন ওই ইসরায়েলি মুখপাত্র।

প্রসঙ্গত, ইসরায়েল-ফিলিস্তিন দীর্ঘদিন ধরে ভূ-সীমা নিয়ে নিজেদের মধ্যে বিরোধে লিপ্ত আছে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের তোয়াক্কা না করে বাহরাইনের মত একটি মুসলিম দেশ যেভাবে ইসরায়েলে প্রতিনিধি দল পাঠালো তা নজিরবিহীন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি বিদ্রোহীরা।

অপরদিকে, ইসরায়েলের সঙ্গে দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে নতুন করে সম্পর্ক শুরু করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং সুদানের সঙ্গে হোয়াইট হাউজে উপস্থিত হয়ে চুক্তি সই করে ইসরায়েল। সে সময়, হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল অচিরেই আরও কিছু মুসলিম অধ্যুষিত এবং মধ্যপ্রাচ্যভুক্ত দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল।

ইসরায়েল টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি দল বাহরাইন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সুদান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর