Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃণমূলের ডিজিটাল প্রচারণায় যুক্ত হলেন ১০ লাখ


১৮ নভেম্বর ২০২০ ১৭:৩০

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ডিজিটাল প্রচারণা – ‘মার্ক ইওরসেলফ সেফ ফ্রম বিজেপি’ তে এক মাসের মধ্যে ১০ লাখ মানুষ যুক্ত হয়েছেন। খবর হিন্দুস্থান টাইমস।

বুধবার (১৮ নভেম্বর) তৃণমূলের পক্ষ থেকে এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২১ সালে অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের অক্টোবরের ২৩ তারিখে এই ডিজিটাল প্রচারণা কার্যক্রম শুরু করে তৃণমূল কংগ্রেস।

এদিকে, তৃণমূলের আয়োজনে ওই ডিজিটাল প্রচারণায় ১৮-৩৫ বছর বয়সীদের অংশগ্রহন বেশি লক্ষ্য করা গেছে বলে জানান হয়েছে।

পাশাপাশি, ‘মার্ক ইওরসেলফ সেফ ফ্রম বিজেপি’ এই ফেসবুক পেজে সদস্য সংখ্যা ইতোমধ্যেই ৯৪ হাজারে পৌঁছেছে।

একইসঙ্গে, তৃণমূলের এই ডিজিটাল প্রচারণার ওয়েবসাইটে মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত মোট ১৪ লাখ মানুষ ভিজিট করেছেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, এই ডিজিটাল প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে লাখ লাখ মানুষ বিজেপি’র বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব থাকবে বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত, এই ডিজিটাল প্রচারণা কার্যক্রমের মূল ক্রীড়ানক প্রশান্ত কিশোর এবং তার দল ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি (আই-পিএসি)। এর আগেও, তিনি ‘দিদিকে বলো’ এবং ‘বাংলার গর্ব মমতা’ নামে তৃণমূল কংগ্রেসের দুইটি ডিজিটাল কার্যক্রম সমন্বয় করেছিলেন।

টপ নিউজ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মার্ক ইওরসেলফ সেফ ফ্রম বিজেপি


বিজ্ঞাপন
সর্বশেষ

আরও ৩৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮

ডিএমপিতে ৩৭ কর্মকর্তার বদলি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫

সম্পর্কিত খবর