Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-সুইজারল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে ২য় বৈঠক অনুষ্ঠিত


১৮ নভেম্বর ২০২০ ২১:৩১

ঢাকা: বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের আন্তঃসংস্থা কমিটি ও সুইজারল্যান্ডের মধ্যেকার এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরাই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিজ নিজ দেশের কার্যক্রম তুলে ধরেন।

ঢাকায় অবস্থিত সুইস দূতাবাস থেকে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুইস বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের যেসব বাধার মুখে পড়তে হয়, তা চিহ্নিত ও নিরসন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকার এই আন্তঃসংস্থা কমিটি গঠন করে। গত বছরের এপ্রিলে আন্তঃসংস্থা কমিটির সঙ্গে সুইজারল্যান্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার দ্বিতীয় বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সুইস ফেডারেল কাউন্সিলের বাণিজ্য চুক্তি বিষয়ক প্রতিনিধি এবং অর্থনৈতিক মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত এরউইন বোলিঙ্গার সুইস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি সুইজারল্যান্ডের বার্ন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ-ও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ইতিবাচক উন্নয়নকে স্বাগত জানিয়ে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। সেই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই পক্ষ নিজ নিজ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। এছাড়াও বাংলাদেশে বিদ্যমান ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত এরউইন বোলিঙ্গার দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে বলেন, আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক বিদ্যমান, যা পরস্পরের জন্য লাভজনক। আগের বছরগুলোতে এই সম্পর্কে একটি ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সুইস দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ মহামারি এবং সহজে ব্যবসা করা সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও সুইস বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে আশাব্যঞ্জক সম্ভাবনা দেখছে। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বাড়ছে। সুইস পরিসংখ্যান অনুসারে দুই দেশের মধ্যকার বাণিজ্য ২০১০ সাল থেকে তিন গুণ বেড়ে গত বছর ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের বেশিরভাগ বহুজাতিক সংস্থা এবং বেশ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অর্থনীতি দ্বিতীয় বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্য বাংলাদেশ-সুইজারল্যান্ড বিনিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর