১২৭ কোটি টাকা ব্যয়ের ৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন
১৮ নভেম্বর ২০২০ ২৩:১১
ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ৬৬ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ২১৫ টাকার ১৭ হাজার ৩৭০ কিলোমিটার ক্যাবল কেনার তিনটি প্রস্তাবসহ মোট চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৮ লাখ ৮৮ হাজার ১০১ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সরকারি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন।
ক্রয় কমিটির অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উত্থাপন করা হলে চারটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১২৭ কোটি ০৮ লাখ ৮৮ হাজার ১০১ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ১৭ হাজার ৪০ কিলোমিটার বৈদ্যুতিক ক্যাবল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট ৩) কাছ থেকে ৪৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৮২০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
একই প্রকল্পের আওতায় পৃথক এক প্রস্তাবে ৩৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে বিবিএস ক্যাবল লিমিটেড।
আরেক প্রস্তাবে একই প্রকল্পের আওতায় ২৯৫ কিলোমিটার বৈদ্যুতিক ক্যাবল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৮৯৫ টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে পারটেক্স ক্যাবল লিমিটেড।
এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) কর্তৃক হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট ১ও ২-এর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৮৮৬ টাকা। এ কাজটি পেয়েছে ভারতের এম/এস বিএইচইএল-জিই গ্যাস ট্রারবাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।
ফাইল ছবি
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ক্রয়প্রস্তাব ক্রয়প্রস্তাব অনুমোদন বাপবিবো