Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গণধর্ষণ, রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার ৬


১৯ নভেম্বর ২০২০ ১৪:৩১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৪:৩২

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর দারুস সালাম রোড এলাকায় বাসায় ঢুকে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে ওই তরুণী ধর্ষণের শিকার হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘গতকাল ওই তরুণী ধর্ষণের শিকার হয়ে থানায় আসে। তার তথ্যমতে, রাতভর অভিযান চালিয়ে ছয়জন আটক করা হয়। আজ সকালে একটি ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলায় ছয়জনকেই গ্রেফতার দেখানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে এর সঙ্গে আর কে কে জড়িত তা বের হয়ে আসবে।

এছাড়া মামলার বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মিরপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলন ডাকা হয়ে বলে জানান ওসি।

গণধর্ষণ গ্রেফতার ৬ মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর