‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কৃষকের কথা ভাবেন’
১৯ নভেম্বর ২০২০ ১৭:৩৮
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কৃষকের কথা ভাবেন। কৃষকের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। সরকার থেকেও ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা কৃষি ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সময়মতো সার-বীজ কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে সরকার। করোনা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য-সহযোগিতা করা হয়েছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্যমূল্য পান, সেই ব্যবস্থাও করেছে সরকার।’
এসময় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০/২০২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদারসহ অনেকে।
এদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এলজিইডি’র পক্ষ থেকে টেলিভিশন ও কম্পিউটার উপহার দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
ক্ষতিগ্রস্ত কৃষক বস্ত্র ও পাটমন্ত্রী বিনামূল্যে সার শেখ হাসিনা