Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএসপি আনিসুল হত্যা: চিকিৎসক মামুন ও ফাতেমা কারাগারে


২০ নভেম্বর ২০২০ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মাইন্ড এইড হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালক ফাতেমা খাতুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা আসামি ফাতেমা খাতুনের চার দিনের এবং ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৫ নভেম্বর ফাতেমা খাতুনের চারদিন এবং গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

জানা যায়, আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৯ নভেম্বর দুপুরে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আনিসুল হত্যা এএসপি আনিসুল মাইন্ড এইড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর