Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনিকল বন্ধের শঙ্কায় জয়পুরহাটে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ


২১ নভেম্বর ২০২০ ১৮:২০

জয়পুরহাট: লোকসানের কারণে জয়পুরহাটে চিনিকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিলটির শ্রমিক-কর্মচারীরা। যার পরিপ্রেক্ষিতে চিনিকলটি আধুনিকায়ন করে সচল রাখার দাবিতে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আখচাষী কল্যাণ সমিতি ও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহ সভাপতি সমলেম হোসেন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম মাহমুদ, সদস্য ইলিয়াস বিশ্বাস রিপন, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরি বাবু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘জয়পুরহাট জেলার একমাত্র প্রাচীন ও ভারী শিল্পকারখানাটি বন্ধ হলে শুধুমাত্র শ্রমিক-কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবে না বরং এর সঙ্গে জড়িত কৃষকসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে জেলার আর্থ-সামাজিক ব্যবস্থায় ভীষণভাবে প্রভাব পড়বে।’ যাতে করে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হবে বলেও মনে করছেন তারা।

চিনিকল বন্ধ লোকসান শ্রমিক সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর