Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী


২১ নভেম্বর ২০২০ ১৯:১৯

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। জনসংখ্যার ঘনত্বে আমাদের দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার অনেক কম। শনিবার (২১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে কর্নেল মালেক মেডিকেল কলেজের বেইজ সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই আমাদের করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলেই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করলে আমাদের দেশ থেকে করোনা আরও আগেই বিদায় নিতো। আমাদের স্বাস্থ্যসেবা ভালো আছে বলেই দেশে সব কর্মকাণ্ড স্বাভাবিক ভাবে চলছে।’

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে শুধু সমালোচনা করেন। তারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াননি, তবে তাদের দেখা গেছে প্রেসক্লাবের সামনে বড় বড় কথা বলতে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশে ৩৮টি মেডিকেল কলেজ ২০-২২টি ইনস্টিটিউট জেলা-উপজেলা ও প্রত্যন্ত এলাকায় হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দেশে সাড়ে ৮ লাখ মানুষের অন্ধত্ব রয়েছে। এদের চিকিৎসার জন্য সরকার কমিউটিনি ভিশন সেন্টার চালু করেছে। এই কমিউনিটি ভিশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের সেবা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চিকিৎসা আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বেইজ সেন্টারের মাধ্যমে মানিকগঞ্জে সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও সিংগাইর, ঢাকা জেলার দোহার, গাজীপুর জেলার কালিয়াকৈর এবং টাংগাইল জেলার কালিহাতি ও নাগরপুরে ভার্চুয়াল সভার মাধ্যমে ভিশন সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে, মন্ত্রী উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নয়াপাড়া সড়কের ৪৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উপজেলার হরগজে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

করোনা মোকাবিলা করোনার সংক্রমণ মৃত্যুহার রোল মডেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর