Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু-কিশোরদের সুরক্ষায় পুরস্কারের সব অর্থ ব্যয় করবেন সাদাত


২১ নভেম্বর ২০২০ ১৯:৫৭

নড়াইল: সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারজয়ী কিশোর সাদাত রহমান নড়াইলে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় তিনি নড়াইলে পৌঁছান।

এসময় সাদাত নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘৪২টি দেশের ১৪২ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে ভীষণ ভালো লাগছে। পুরস্কারের সব অর্থ দেশে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে। আগামীতে আরও ভাল কিছু করার ইচ্ছা রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

সাদাত রহমান প্রথমে নড়াইল প্রেসক্লাবে আসেন। প্রেসক্লাবের পৌঁছানোর পর সাদাতকে নড়াইল প্রেসক্লাব ও নড়াইল আবদুল হাই সিটি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সঙ্গে ছিলেন সাদাতের বাবা মো. শাখায়াৎ হোসেন, মা মোসাম্মৎ মলিনা বেগম ও নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক ও কলেজের শিক্ষকসহ সাদাতের বন্ধুরা।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার সাইবার অপরাধ সাদাত রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর