ঢাকা: মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন এবং বিপণন প্রক্রিয়ায় বেকারদের সম্পৃক্ত করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, করোনায় বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত পোশাক শিল্প ও প্রবাসী আয় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিদেশে থেকে অনেক মানুষ বেকার হয়ে দেশে ফিরেছে। দেশেও অনেকে কাজ হারানোয় বেকারত্ব বেড়েছে। এদের বেকারত্ব দূর করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বরিশালের কাশিপুরে প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে ও বরিশাল জেলা প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় সরকারি ছাগল উন্নয়ন খামারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার কারণে সৃষ্ট বেকারত্ব দূর করতে নির্দেশনা দিয়েছেন। আমরা বেকারদের সক্ষম করে তুলতে চাই, উদ্যোক্তা করতে চাই, গ্রামীণ অর্থনীতিকে সচল করতে চাই। এজন্য মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর সবচেয়ে বড় খাতকে আমরা বড় আকারে বিস্তার ঘটাতে চাই।‘
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘করোনা, আম্পান, বৃষ্টি ও বন্যার কারণে প্রাণিসম্পদ খাতে প্রান্তিক পর্যায়ে ক্ষতিগ্রস্তদের ৯০০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে। এত বড় প্রণোদনা বাংলাদেশের ইতিহাসে এ খাতে আর দেওয়া হয়নি। এটা শেখ হাসিনা দিচ্ছেন। যারা ভরাট পুকুরে মাছ চাষ করতে চায়, যারা গবাদিপশু, হাঁস-মুরগী, ভেঁড়া, ছাগল পালন করতে চায়- তাদের বিনামূল্যে সহযোগিতা দেওয়া হবে, সহজ শর্তে ঋণ দেওয়া হবে। আমরা দেখতে চাই, গ্রামের একটা মানুষও বেকার থাকবে না।’
শ ম রেজাউল করিম বলেন, ‘সারাবিশ্বে যখন করোনায় বিপর্যস্ত, অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, সে অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদুকরী নেতৃত্বে দিয়েছেন। এ কারণে দেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। কেউ বিবস্ত্র অবস্থায় থাকেনি। বাংলাদেশ আজ উন্নত এক জায়গায় পৌঁছেছে। এটা সম্ভব হয়েছে তার অসাধারণ নেতৃত্বের কারণে।’
বরিশালের গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার করে মন্ত্রী বলেন, ‘বরিশালের যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য এখানে প্রাণিসম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের সমতা নিশ্চিত করতে চান। বরিশাল অঞ্চলে গবাদিপশু, হাঁস-মুরগী, ছাগল খামারসহ প্রাণিসম্পদের সবচেয়ে বড় খামার প্রতিষ্ঠা করা হবে।’ এছাড়া বরিশালে চিড়িয়াখানা ও মহিষ গবেষণাকেন্দ্রও প্রতিষ্ঠা করা বলে জানান মন্ত্রী।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার ও বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বরিশাল বিভাগে কর্মরত প্রাণিসম্পদ অধিদফতর ও অন্যান্য সরকারি দফতরের কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।