হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার
১৪ মার্চ ২০১৮ ২০:২৭
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে সংগঠনটির লেখা জিহাদি বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়। বুধবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন— রিয়াদ হোসেন (২৪), জিহাদুল ইসলাম (১৯) ও শরীফ হোসেন (২৩)।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘হাজারীবাগের বছিলা পশ্চিম ধানমণ্ডি হাউজিংয়ের ৪ নম্বর রোডের বি ব্লকে এক নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সংগঠনটির জিহাদি বই, ৪০টি লিফলেট (বাংলা ও ইংরেজি), একটি ল্যাপটপ ও ৪টি সিমসহ মোবাইল উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মিটিং করতে চেয়েছিল। তার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।’
সারাবাংলা/এসআর/আইজেকে