ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন ন্যায়বিচার পাবেন, এটা নিশ্চিত। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে মানসিক চিকিৎসকদের আন্দোলনের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে এর দায় আপনাদের ওপর পড়বে। অনুরোধ করছি, ধৈর্য ধরুন, হাসপাতালের ডিউটি করুন।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
অবৈধ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে সিভিল সার্জনদের এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হাসপাতালে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে।