Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন


২২ নভেম্বর ২০২০ ১৬:৩৭

ঢাকা: পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সে সঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন।

রোববার (২২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

এটি আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা কম এবং গত ২৯ জুলাইয়ের পর একদিনে ডিএসইতে সর্বনিম্ন আর্থিক লেনদেন। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা।

এদিকে রোববার ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৭০টির, কমেছে ১৯৬টির এবং ৭৮টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি টাকা।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪১টি প্রতিষ্ঠানের ৬৭ লাখ ৫৯ হাজার ২১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৯টির এবং ৪৫টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ১৬ কোটি টাকার শেযার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

লেনেদেন শেয়ার সূচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর