কর্ণফুলীতে ট্রলার থেকে দেড় লাখ ইয়াবা জব্দ
২২ নভেম্বর ২০২০ ১৭:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট থেকে এক লাখ ৪৮ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারের মাধ্যমে ইয়াবাগুলো সরাসরি কালুরঘাটে এনে খালাস করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় কর্ণফুলী নদীতে সার খালাসের একটি ঘাটে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সোহেল উদ্দীন (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তবে বর্তমানে সোহেল বান্দরবানের রুমা উপজেলায় বাস করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার হওয়া সোহেলের তদারকিতে ইয়াবাগুলো খালাস হয়। দুটি ড্রামে ইয়াবাগুলো রেখে সে ট্রাক ভাড়া করার জন্য রাস্তায় দাঁড়ায়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ইয়াবাগুলো জব্দ করি। সোহেল জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবাগুলো সরাসরি একটি ফিশিং ট্রলারে করে কর্ণফুলী নদীর ঘাটে আনা হয়।’
ইয়াবা চোরাচালানের এই সিন্ডিকেটের সদস্যদের তথ্য জানতে সোহেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি আতাউর।