Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোপ টেস্ট: ৬৮ পুলিশ মাদকাসক্ত, বরখাস্ত ১০


২২ নভেম্বর ২০২০ ১৮:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় (ডোপ টেস্ট) ঢাকা মহানগর পুলিশের দশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানোর ঘোষণা দেন। এরপর এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এতে সাতজন উপ-পরিদর্শক (এসআই), একজন সার্জেন্ট, পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল। তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।

কেবল মাদক সেবন নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

১০ জন টপ নিউজ ডোপ টেস্ট পুলিশ প্রমাণ বরখাস্ত মাদকাসক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর