Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মজুত বাড়াতে চাল আমদানি করবে সরকার’


২২ নভেম্বর ২০২০ ২০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মজুতের জন্য চাল আমদানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, কী পরিমাণ চাল আমদানি হবে তা নির্ভর করছে বাজারদর স্থিতিশীলতার ওপর।

রোববার (২২ নভেম্বর) নওগাঁর সাপাহার উপজেলায় আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন। এসময় তিনি ধান-চালের বাজারে কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন। বেসরকারিভাবেও কেউ আমদানির সুযোগ পাবেন না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সরকারিভাবে ধান-চালের দাম নির্ধারণের সুফল পাচ্ছেন কৃষক-ভোক্তা সবাই।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘মৌসুমের শুরুতে অনেকে সিন্ডিকেট করে। ফলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। এ জন্য সরকারিভাবে দাম নির্ধারণ করে দিয়ে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। এবার নতুন আমন ধানে ভাল দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে। প্রয়োজনে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান সংগ্রহ করবে সরকার।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৭ নভেম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ১৫ নভেম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। প্রান্তিক চাষীর ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গত বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চাল আমদানি মজুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর