Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু


২৩ নভেম্বর ২০২০ ০৯:৪১

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্ত এলাকা কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে মো. আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাকিম উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের মৃত সাদেম আলীর ছেলে।

নিহতের নাতি আলী হোসেন জানান, আব্দুল হাকিম গত বছর প্রতিরোধযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে এক লাখ টাকার অনুদান পেয়েছিলেন।

জানা যায়, বৃদ্ধ আব্দুল হাকিমের ছেলে মো. শরাফত মিয়ার সঙ্গে জমি নিয়ে বটতলা গ্রামের আজমান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বটতলা উত্তরপাড়ায় বিরোধপূর্ণ ১ দশমিক ৬ শতাংশ জমিতে শরাফত মিয়া ধান বপন করেছিলেন। রোববার দুপুরের দিকে সেই জমিতে আজমান আলীর লোকজন ধান কাটতে আসেন। শরাফত পক্ষের লোকেরা বাধা দিলে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হাকিম জখম হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাকিম।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃদ্ধের ছেলে শরাফত আলী বাদী হয়ে রোববার রাতেই থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর