Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার যত অপচেষ্টা করুক বিচার বিভাগ এখনও ন্যায়ের পক্ষে: ইশরাক


২৩ নভেম্বর ২০২০ ১৬:২৬

ফাইল ছবি

ঢাকা: এখনও বিচার বিভাগ এবং প্রশাসন ন্যায়পরায়ণ মানুষের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ‘সরকার যতই অপচেষ্টা করুক বিচার বিভাগকে প্রভাবিত করে এটিকে দলীয়করণ বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের যত চেষ্টায় থাক বিচারবিভাগ এখনও ন্যায়ের পক্ষে রয়েছে।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত ইশরাক বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণা শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন বলেন, ‘আজকে একটি যুগান্তকারী রায় দিয়েছেন আদালত। আপনারা জানেন যে, ২০০৮ সালে ওয়ান ইলেভেন সরকারের সময় অবৈধ সরকার মইনুদ্দিন ফখরুদ্দিনের সময় একটি নোটিশ দেওয়া হয় সম্পদ বিবরণীর। তখন আমি ছাত্র ছিলাম। ওই সময় দেশেও ছিলাম না। আজ যে রায় দেওয়া হয়েছে তা অবশ্যই যুগান্তকারী রায়। এর মাধ্যমে আমরা যে বলে আসছি, গত ১৩ বছর ধরে বিচার বিভাগকে কুক্ষিগত করে ফেলা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলা হয়েছে, প্রশাসনিক হস্তক্ষেপ করা হচ্ছে এবং বিচার বিভাগকে একটি রাজনৈতিক বিরোধীদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই জায়গায় আমি বলব জনগণের দেশবাসীর বিজয় হয়েছে। দলমত নির্বিশেষে আমরা সবাই একটা আশার আলো দেখতে পাচ্ছি।

দুর্নীতি মামলায় খালাস পেলেন ইশরাক

তিনি বলেন, ‘আমরা আশাবাদী এটি একটি পদক্ষেপ যে এই রায়ের মাধ্যমে আমরা আগামীতে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করে একটি ন্যায়বিচারের জায়গায় নিয়ে যেতে পারবো। আজকের বিচারক ন্যায়পরায়ণতার পথে হেঁটেছেন। আমি মনে করতে চাই এবং তিনি সৎ সাহস নিয়ে রায় দিয়েছেন। এতে আমরা আশাবাদী হতে চাই দেশে যে অপশাসন ও শাসন চলছে সেখান থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হবে।’

বিজ্ঞাপন

রায় ঘোষণা শেষে আদালত থেকে বের হয়ে বিজয়ের হাসি দিয়ে ‘ভি চিহ্ন’ দেখান এবং আইনজীবীদের সঙ্গে কোলাকুলি করেন ইশরাক।

ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশন ন্যায়পরায়ণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর