Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক ঘর পুড়িয়ে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে


২৪ নভেম্বর ২০২০ ০১:৪১

ঢাকা: ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনে শতাধিক ঘর পুড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। তবে আগুনের কারণে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- মহাখালী সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন

এর আগে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন সারাবাংলাকে জানান, সোমবার রাত ১১টা ৪৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ঘটনাস্থলে আরও ইউনিট যোগ দিতে শুরু করে। রাত সোয়া ১২টা নাগাদ মোট ১২টি ইউনিট পুরোদমে আগুন নেভানোর কাজ করছিল। আগুন লাগার একঘণ্টারও বেশি সময় পর রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গুলশান নিকেতনের পশ্চিম পাশের এলাকাটি বস্তি হলেও সেখানে সেখানে একটি বাজার আছে, আছে কয়েকটি পাকা বাড়িও।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বস্তির কয়েকশ ঘরের মধ্যে কমপক্ষে দেড় থেকে দুইশ ঘর পুড়ে ছাই হয়েছে।

১২ ইউনিট আগুন আগুন নিয়ন্ত্রণে টপ নিউজ মহাখালী সাত তলা বস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর