আফতাব নগর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
২৪ নভেম্বর ২০২০ ১৫:৪৯
ঢাকা: রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকা থেকে (৪০) বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টে তার নাম পাওয়া যায় জয়নাল মিয়া। নিহত জয়নাল অটোরিকশাচালক ছিল। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালের দিকে বাড্ডা থানা পুলিশ খবর পেয়ে আফতাব নগরের ৮ নম্বর রোডের ই-ব্লকের খালি জায়গা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আফতাব নগররের ই-ব্লকের একটি বাড়ির পাশে খালি জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এছাড়া নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে সিআইডির ক্রাইমসিন নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। সেটার মাধ্যমে তার নাম জানা যায় জয়নাল মিয়া। তার বাবার নাম আপল মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। জয়নালের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা রাজধানীর রায়েরবাজার এলাকায় থাকে।