মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৬২ জনকে জরিমানা
২৪ নভেম্বর ২০২০ ১৮:২৩
বরিশাল: শীতে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে জনগণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩ জনকে ৫ হাজার ৪০০ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪ জনকে ৩ হাজার ৭০০ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত পুলিশ লাইন্স ও রূপাতলী এলাকায় ৫ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক, সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।