Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক পড়ে ঘর থেকে বের হোন: চট্টগ্রাম আ.লীগ


২৪ নভেম্বর ২০২০ ১৮:২৫

চট্টগ্রাম ব্যুরো: ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত জুলাই থেকে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি শুরু করেছে। বাসার বাইরে সবার মাস্ক পড়া নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এরপর মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত হয়নি।

চট্টগ্রাম আওয়ামী লীগের এই দুই নেতা বলেন, এ অবস্থায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত প্রতিরোধে ঘর থেকে বের হলেই মাস্ক পরে বের হতে হবে। যেকোনো ধরনের জটলা-জনসমাগম এড়িয়ে চলতে হবে।

সোমবারের (২৩ নভেম্বর) তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের হার একদিনের ব্যবধানে বেড়েছে প্রায় ৬ শতাংশ। একদিনেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪২ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন। আক্রান্তের হার শহরে বেশি। শহরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫১ জন। চট্টগ্রামে এ পর্যন্ত ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে শহরের ২১৯ জন।

করোনা সংক্রমণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ জনসমাগম মাস্কের ব্যবহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর