Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রোল পাম্পের কর্মচারীর গায়ে অকেটন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ


২৪ নভেম্বর ২০২০ ১৮:৫৯

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর জুরাইনে সালাউদ্দিন পেট্টোল পাম্পে রিয়াদ হোসেন (২০) নামে এক কর্মচারীকে গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, এস আহমেদ নামে পেট্টোল পাম্পে চারজন অপারেটর রাতে ডিউটি ছিল। এদের মধ্যে মাহমুদুল হাসান ইমন (২২) নামে এক অপারেটর ঘুমিয়ে পড়ে। রিয়াদ তাকে ডাকতে যায়। ইমন ঘুম থেকে না উঠলে বোতলের ক্যাপে করে সামান্য একটু অকটেন নিয়ে তার গায়ে ছিটিয়ে দেয় রিয়াদ। পরে ইমন ঘুম থেকে জেগে আড়াইশ মিলিগ্রামের একটি বোতলে করে অকটেন ভরে রিয়াদের গায়ে ঢেলে দেয়। পরে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় ইমন। এতে রিয়াদের শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। পরে পাম্পের কর্মচারীরা তাকে ভোরেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

ওসি জানান, এই ঘটনায় রিয়াদের বাবা একটি মামলা দায়ের করেছে। মামলায় ইমনসহ অপর দুই অপারেটর মো. ফাহাদ আহমেদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনিকে (১৮) আসামি করা হয়। পরে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

রিয়াদের বাবা ফরিদ মিয়া জানান, জুরাইন কমিশনার মোড়ের নবারন গলির ১৩২৭/১ নম্বর বাসায় থাকেন তারা। তিনি নিজে গাড়িচালক। চলতি বছরই রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে ভর্তি হয়। কলেজ বন্ধ থাকায় মাসিক পাঁচ হাজার টাকা বেতনে পার্টটাইম চাকরি হিসেবে চলতি মাসেই ওই পাম্পে যোগ দেয় রিয়াদ।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল সাতটার দিকে পাম্পের লোকজন আমাদের ফোন দিয়ে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে গিয়েই রিয়াদকে দগ্ধ অবস্থায় দেখতে পাই।’

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রিয়াদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে আইসিইউয়ে রাখা হয়েছে।

কর্মচারী গায়ে আগুন পেট্রোল পাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর