ওসমানী উদ্যানে অপরিকল্পত উন্নয়নে পরিবেশবাদীদের উদ্বেগ
২৪ নভেম্বর ২০২০ ২৩:১৭
ঢাকা: উন্মুক্ত স্থান উন্নয়ন শর্ত না মেনে জমির শতকরা ৫ ভাগের বেশি জায়গায় কংক্রিট কাঠামো তৈরির মাধ্যমে ওসমানী উদ্যানে যে সৌন্দর্যবর্ধন কার্যক্রম চলছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বিচারে গাছ নিধন করে খাবারের দোকান, পার্কিং ও মিউজিয়াম তৈরি কখনোই উন্নয়ন হতে পারে না— এমনই মত জানিয়েছেন পরিবেশবাদীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যান পরিদর্শন করে এমন উদ্বেগ জানান পরিবেশবাদীরা। পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে উদ্যান পরিদর্শন করেন স্থপতি ইকবাল হাবিব, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স ও বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস।
পরিদর্শক দল ওসমানী উদ্যানের বর্তমান অবস্থা ও পার্কের ভেতরে সিটি করপোরেশনের বৃক্ষ নিধনের উদ্যোগে চরম উদ্বেগ জানান।
পরিদর্শক দলে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, কেন্দ্রীয় সহসমন্বয়ক হুমায়ন কবির সুমন, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম রাতুল, আরিফুর রহমান, নড়াইল জেলার গ্রীন ভয়েসের সমন্বয়ক অ্যাডভোকেট কাওছার, নাগরিক উদ্যোগের কর্মকর্তা আনিছুর রহমানসহ অন্যরা।