বেনাপোলে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন
২৫ নভেম্বর ২০২০ ২১:৩৫
বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত দেশি-বিদেশি সব পাসপোর্টধারী যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান বাধ্যতামূলক করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় এ প্রজ্ঞাপন বেনাপোল ইমিগ্রেশন এসে পৌঁছায়।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশি পাসপোর্টধারী যারা ভারত ভ্রমন করছে তাদের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান বাধ্যতামূলক। অন্যদিকে, যারা ভারত থেকে বাংলাদেশে আসবে তাদের ক্ষেত্রেও একই আইন করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভারতসহ অন্যকোন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে হলে তাদের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে । এই আদেশ আগামি ৭ দিনের মধ্যে যেকোন সময় কার্যকর হবে।