রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
২৬ নভেম্বর ২০২০ ২০:৩১
ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় নির্মানাধীণ ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে পড়ে গিয়ে হাসনাইন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত হাসনাইন ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার গোলাপপুর গ্রামের ইদ্রীস মিয়ার ছেলে। সে মিরপুর গুদারাঘাট এলাকায় থাকতো।
নিহতের ভাগিনা ইব্রাহীম জানান, মিরপুর দারুস সালাম এলাকার লালকুঠি বড় মসজিদ পাশে চারতলা একটি নির্মানাধীণ ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিল হাসনাইন। হঠাৎ করেই বাইরের বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ভবন থেকে নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।