Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু: ৩৯তম স্প্যান বসছে আজ


২৭ নভেম্বর ২০২০ ০৮:৩৫

ঢাকা: পদ্মাসেতুর ৩৯তম স্প্যান বসছে শুক্রবার (২৭ নভেম্বর)।

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর খুঁটিতে সেতুর এই স্প্যানটি বসিয়ে দিলে দৃশ্যমান হবে ৫ দশমিক ৮৫ কিলোমিটার। স্প্যান বসানো বাকি থাকবে আর মাত্র দুইটি।

সংশ্লিষ্টরা বলছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান দুইটি বসিয়ে দেওয়া হবে। এরপর দৃশ্যমান হবে পুরো পদ্মাসেতু।

এ ব্যাপারে পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, মূল নদীর মধ্যেই বসবে বাকি ৩টি স্প্যান। এর মধ্যে একটি বসবে শুক্রবার দুপুরে।

এরই মধ্যে কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে তোলা হয়েছে ৩৯ তম স্প্যান। সকালে এটি রওয়ানা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ১০ ও ১১ নম্বর খুঁটির কাছে আসবে । এরপর শুরু হবে বসানোর পক্রিয়া।

এর ছয় দিন আগেই, ৩৮তম স্প্যানটি বসানো হয়েছিল।

এদিকে নির্মাণ প্রক্রিয়ার তত্ত্বাবধায়করা জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি মাস থেকে পদ্মাসেতুর সড়কপথের কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ করবেন তারা। দুটি দল রোডওয়ে স্লাব স্প্যানের উপর জয়েন্ট দেওয়ার কাজ করছে। ইতোমধ্যেই, প্রায় আড়াই কিলোমিটার সড়কপথ ও তিন কিলোমিটার রেলপথেল কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুনে কাজ শেষ করে ডিসেম্বরে সেতু চালু করার লক্ষ্য সরকারের। প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামো পদ্মাসেতু ।

৩৯তম স্প্যান টপ নিউজ পদ্মা সেতু মাওয়া

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর