আলী যাকেরের মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গভীর শোক
২৭ নভেম্বর ২০২০ ১৬:০৪
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বলেন, ‘নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাত্তোর সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকের মারা যান।
নাট্যজন আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। ছোট পর্দায় ও মঞ্চে সমান জনপ্রিয় ছিলেন তিনি।
আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।