নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় আগুনে ৩৪টি বসতঘরে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে এগারোটা দিকে ওই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মূহুর্তের মধ্যে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বসতবাড়িতে গার্মেন্টসের শ্রমিকরা বসবাস করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা জানা যায়নি ও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।