Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছকাটার সময় ট্রলারসহ ২ দস্যু গ্রেফতার


২৭ নভেম্বর ২০২০ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার ও লিটন প্যাদা নামে দুই বনদস্যুকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি কাটা ঝাউগাছ উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া শাহজাহান নজিবপুর এলাকার ওহাব সিকদারের ছেলে। লিটন একই এলাকার রশিদ প্যাদার ছেলে।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে তারা পালানোর চেষ্টা চালায়। পরে স্পিডবোড নিয়ে ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুই বনদস্যু নৌ পুলিশ সংরক্ষিত বনাঞ্চল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর